শনিবার ২ আগস্ট ২০২৫ - ০৯:৩৭
ইসলামী দেশগুলোকে ইসরায়েলি ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেছেন আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কূটনীতিক শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে ইসলামী দেশগুলোকে ইহুদিবাদী শাসনব্যবস্থার ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার অনুষ্ঠিত ফোনালাপে আরাকচি বলেন, ইসরায়েলি শাসন অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়। তাই তিনি আঞ্চলিক সকল দেশকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান।

আরাকচি আরও উল্লেখ করেন, ইসরায়েলি শাসন যুদ্ধ উস্কানিতে আসক্ত এবং আইনশৃঙ্খলা ভঙ্গের পথ অবলম্বন করেছে।

দুই দেশের শীর্ষ কূটনীতিক ফিলিস্তিনসহ অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা দ্বিপাক্ষিক রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে মতবিনিময় করেন।

আরাকচি ও নাহিয়ান দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে সম্পর্ক সম্প্রসারণের জন্য সম্ভাবনাগুলো কাজে লাগানোর গুরুত্বও গুরুত্বারোপ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha